রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) ক্যাম্পাসে
পাঁচটি নতুন ই-কার চালু করেছে। পরিবেশবান্ধব এই যানগুলো বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান এবং উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি বলেন, বর্তমানে পাঁচটি ই-কার দিয়ে সেবা শুরু হলেও ভবিষ্যতে সংখ্যাটি আরও বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালুর কথাও জানান তিনি। রুয়ার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব জানান, নির্বাচনপ্রক্রিয়া পেরিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকেই রুয়ার সদস্যরা শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করছেন। বিসিএস পরীক্ষার্থীদের সহায়তা প্রদান থেকে শুরু করে ক্যাম্পাসে নতুন পরিবহন ব্যবস্থা চালু করা—এসবই তাদের ধারাবাহিক উদ্যোগের অংশ। ই-কার সেবা কেবল শুরু, ভবিষ্যতে আরও উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়াও ইতিবাচক। ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আবু রেজা বলেন, দীর্ঘদিন ধরে যাতায়াত নিয়ে সমস্যা ছিল—বিশেষ করে রিকশা ভাড়া ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। নতুন ই-কার সার্ভিস চালু হওয়ায় অনেক দুর্ভোগই কমবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ছিল তাদের নির্বাচনী অঙ্গীকারের একটি বড় অংশ। রুয়ার উদ্যোগে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। অন্য ঘোষণাগুলোতেও রুয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি রুটে—কাজলা গেট, বিনোদপুর গেট, রহমতুন্নেসা হল, আমীর আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবন পর্যন্ত—নির্ধারিত স্টপেজে মাত্র ৫ টাকায় ই-কারে যাতায়াত করা যাবে।
এসআর
মন্তব্য করুন: