[email protected] বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চমবারের মতো কুবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৭ নভেম্বর

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ১১:৫২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচতমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন’।

কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের মহাসচিব ইমতিয়াজ আহমেদ চিন্ময়।

এবারের সম্মেলনে মোট ৬টি কমিটি রাখা হয়েছে— জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ–১ (ডিআইএসইসি), মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং ঐতিহাসিক সংকট কমিটি (এইচসিসি)।

সংবাদ সম্মেলনে ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, “২০১৮, ২০১৯, ২০২২ ও ২০২৪ সালের সফল আয়োজনের পর এবার পঞ্চমবার আমরা কনফারেন্স আয়োজন করছি।

দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ ডেলিগেট এতে অংশ নেবেন। পাশাপাশি থাকবেন ২০ জন অভিজ্ঞ নির্বাহী সদস্য, যারা বিভিন্ন কমিটির কার্যক্রম পরিচালনা ও প্রতিনিধিদের নির্দেশনা দেবেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক আতিথেয়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। পরবর্তীতে ২০১৯, ২০২২ ও ২০২৪ সালে আরও তিনটি জাতীয় পর্যায়ের সম্মেলন আয়োজন করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর