[email protected] বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৯:০৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, যা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

প্রতি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। এ বছর পরীক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কে আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী,

  • এইচএসসি/সমমান: ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থী
  • এসএসসি/সমমান: ২০২১, ২০২২ ও ২০২৩ সালের উত্তীর্ণ শিক্ষার্থী
    আবেদন করার যোগ্য হবেন।

আবেদনের যোগ্যতা

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ):

  • এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ ন্যূনতম ৭.০০ (চতুর্থ বিষয়সহ)
  • পৃথকভাবে প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০

‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ):

  • মানবিক: মোট জিপিএ ৬.০০
  • বিজ্ঞান: মোট জিপিএ ৬.৫০
  • ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৬.০০

‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ):

  • ব্যবসায় শিক্ষা: মোট জিপিএ ৬.০০
  • বিজ্ঞান: মোট জিপিএ ৬.৫০
  • মানবিক: মোট জিপিএ ৬.০০

ও/এ লেভেল শিক্ষার্থীদের জন্য

  • ‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম ২টি বিষয়ে পাস
  • মোট ৭ বিষয়ের মধ্যে অন্তত ৪টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।

এ ছাড়া সব ইউনিটের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুকদের আবেদনপত্রে সংশ্লিষ্ট অপশন নির্বাচন করতে হবে।

পরীক্ষার সময়সূচি

  • ‘এ’ ইউনিট: আগামী ৩০ জানুয়ারি
  • ‘বি’ ও ‘সি’ ইউনিট: ৩১ জানুয়ারি ২০২৬ 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর