[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২

কুবির ফুটবলে চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৬:০৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনালে টাইব্রেকারে লোকপ্রশাসন বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এই ফাইনাল।

নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জয় নিশ্চিত করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন।

এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, রানার্স-আপ লোকপ্রশাসন বিভাগ এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলায় প্রত্নতত্ত্ব বিভাগকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলা বিভাগ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, "চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলই দারুণ খেলেছে। মাঠের খেলায় ধাক্কাধাক্কি হতে পারে, তবে তা যেন মাঠেই মীমাংসা হয়—এ বিষয়ে আমরা আরও সতর্ক থাকব। শাহ সিমেন্টকে সহযোগিতার জন্য ধন্যবাদ, পাশাপাশি গ্যালারি নির্মাণে তাদের সহায়তা কামনা করছি।

প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, "এবার মাঠের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে থাকব। আজকের ম্যাচে ফিন্যান্স ও লোকপ্রশাসন—দুই দলই প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে।

ক্রীড়া কমিটির পরিচালক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, "মাঠে প্রায় হাজার দর্শকের উপস্থিতি অত্যন্ত আনন্দের। দর্শকরাই খেলার প্রাণ।

শাহ সিমেন্টকে স্পন্সর করার জন্য ধন্যবাদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রীড়া ও সংস্কৃতিতে সবসময় এগিয়ে—এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। ছাত্র থাকবে মাঠে ও পাঠে, তবেই বিশ্ববিদ্যালয় উন্নতির পথে এগিয়ে যাবে।"

উত্তেজনা, দর্শক সমাগম আর নান্দনিক খেলার মাধ্যমে শেষ হলো এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর