রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার
একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর প্রতিষ্ঠানটির আবাসিক হল সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হলে থাকা শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার কথাও জানানো হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পে ভবনের কয়েকটি পিলার ও কক্ষে ফাটল দেখা দেওয়া এবং ২২ নভেম্বর রাতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আল্লামা কাশগরী (রহ.) হল ও মুফতি আমিমুল ইহসান হলে থাকা সব আবাসিক শিক্ষার্থীকে বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
তবে চলমান ফাযিল স্নাতক (পাস) ২০২৪ পরীক্ষার ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার্থীরা হলে থাকতে চাইলে সংশ্লিষ্ট হল সুপারের কাছে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৪ ডিসেম্বরের পর শিক্ষার্থীরা আবারও হল ব্যবহার করতে পারবেন। এর আগে দুপুরে প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে ওই তারিখ পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার কথাও জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: