[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

ঢাবির সকল আবাসিক হল আজ বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের। বিষয়টি জানাতে প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ প্রভোস্ট কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:

সিদ্ধান্ত–১:
জরুরি সিন্ডিকেট সভার আলোকে আজ বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়।

সিদ্ধান্ত–২:
হল ছাড়ার সময় শিক্ষার্থীরা তাদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হবে এবং রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দেবে।

সিদ্ধান্ত–৩:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকবে।

সভায় আর কোনো আলোচ্যসূচি না থাকায় উপাচার্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভার্চুয়াল সভা সমাপ্ত ঘোষণা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর