[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে আতঙ্ক ও শিক্ষার্থী আহত—ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ৯:৩২ পিএম

সংগৃহীত ছবি

সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া এবং কয়েকজনের আহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোববার (২৩ নভেম্বর) সকল অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—
ভূমিকম্পের ফলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা ও আশঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখের সকল অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে শুক্রবার ও শনিবার পরপর কয়েক দফা ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর