ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে গেস্টরুম, পত্রিকারুম
এবং রিডিংরুমে নতুন দেয়ালঘড়ি স্থাপন করেছে মুজিব হল ছাত্রদল। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে হল কর্তৃপক্ষের কাছে মোট ২২টি ঘড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উদ্যোগটি নেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ।
রিনভী মোশাররফ জানান, নতুন ভবনের রিডিংরুমে দীর্ঘদিন ধরে কোনো দেয়ালঘড়ি না থাকায় শিক্ষার্থীরা সময় জানতে অসুবিধায় পড়তেন। শিক্ষার্থীদের অভিযোগ শোনার পর বিষয়টি ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপকে জানান হলে দ্রুত এই ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়।
আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ বলেন, রিডিংরুম ও পত্রিকারুমে সময় দেখা না যাওয়ায় শিক্ষার্থীদের মাঝে বিড়ম্বনা তৈরি হচ্ছিল। তাই পুরো হলে একই সঙ্গে ঘড়ি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দ্বীপ, যুগ্ম আহ্বায়ক মিজবাহ উদ্দিন, তৌহিদুর রহমান তাহসীন, আব্দুল্লাহ আজিম, সাদমান সাকিব শাওন ও শাহীনুর রহমান। এছাড়া মুজিব হল ছাত্র সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য রিজভী আহমেদ এবং ছাত্রদল কর্মী গোলাম মুক্তাদির ইরাম, ফয়সাল আহমেদ কবি, ইরফান মৃদুলসহ অন্য নেতাকর্মীরাও অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: