[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানের জন্মদিনে কুবি ছাত্রদলের শিক্ষা সহায়ক কার্যক্রম

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১:৩৯ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসসংলগ্ন গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন বলেন, ‘সমাজের কোমলমতি শিশুদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করি। শিক্ষার্থীদের উৎসাহ, আনন্দ এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি, এবং এ আয়োজন তাঁকে উৎসর্গ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর