রাঙ্গামাটি প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের অতিথি কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সদস্য উছিংচা রাখাইন ও সাংবাদিক বিহারি চাকমা উপস্থিত ছিলেন।
রাবিপ্রবিসাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আয়নুল ইসলাম, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা।
সাক্ষাতের শুরুতে রাবিপ্রবিসাসের নতুন কমিটিকে অভিনন্দন জানায় প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেন, সাংবাদিকতা পেশার উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে রাঙ্গামাটি প্রেসক্লাব সবসময় রাবিপ্রবিসাসের পাশে থাকবে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়।
এসআর
মন্তব্য করুন: