কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর হাতে স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে বলা হয়, মাত্র চারজন শিক্ষক দিয়ে বিভাগটির পাঁচটি ব্যাচের পাঠদান দীর্ঘদিন ধরে চলছে। এতে একজন শিক্ষকের ওপর অতিরিক্ত কোর্সের চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বিভাগে কোনো অধ্যাপক না থাকায় বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অতিথি শিক্ষক নির্ভর পাঠদানেও নানা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিলাতুল মিম বলেন, “শিক্ষক সংকট এখন নিত্যদিনের সমস্যা। মিডিয়া ল্যাব থাকা সত্ত্বেও আমরা তা ব্যবহার করতে পারছি না। আশা করি ভিসি স্যার দ্রুত সমাধান দেবেন।”
একই বর্ষের শিক্ষার্থী ফরহাদ কাউসার বলেন, “মাত্র চারজন শিক্ষক দিয়ে একটি বিভাগ পরিচালনা অসম্ভব। ভিসি স্যার আশ্বস্ত করেছেন দ্রুতই নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা মিডিয়া ল্যাব অপারেটর নিয়োগ ও কম্পিউটার ল্যাব চালুর দাবি জানিয়েছি।”
বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, “আমরাও চাই দ্রুত শিক্ষক নিয়োগ হোক। কম্পিউটার ল্যাবের ইন্টারনেট সংযোগের কাজ চলছে, আশা করছি খুব শিগগিরই ল্যাব চালু করা যাবে।”
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তিনজন নতুন শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ৪৭টি আবেদন জমা পড়েছে।
দ্রুত পরীক্ষা ও ভাইভা নিয়ে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ল্যাব অপারেটর নিয়োগ ও কম্পিউটার ল্যাবের সমস্যাও দ্রুত সমাধান করা হবে।”
উল্লেখ্য, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বর্তমানে পাঁচটি ব্যাচে অন্তত আড়াইশো শিক্ষার্থী পড়ছে, যেখানে কর্মরত শিক্ষক মাত্র চারজন।
এসআর
মন্তব্য করুন: