২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী পূর্বে
নিবন্ধন থেকে বাদ পড়েছিল, তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই নিবন্ধন ১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা যাবে।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানকে এই সময়ের মধ্যেই অষ্টম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে— নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর কোনোভাবেই রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। সময়মতো নিবন্ধন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই বহন করতে হবে।
এছাড়া, অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে আসা শিক্ষার্থীদেরও একই সময়সীমার মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের তথ্য নিবন্ধনের জন্য ৭–১২ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: