রাজনীতি নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে সদস্য ফরম বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও মো. নাজমুচ্ছাকিবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
পাশাপাশি কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভসহ স্থানীয় নেতারাও অংশ নেন।
তথ্য অনুযায়ী, গত বছরের ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
সেই সিদ্ধান্ত উপেক্ষা করে কেন্দ্রীয় ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মূল ফটক থেকে মিছিল নিয়ে মাঠে প্রবেশ করেন।
মিছিল চলাকালে তারা ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘শিক্ষা-ঐক্য-প্রগতি’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় খেলার মাঠে সদস্য ফরম বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “তৎকালীন স্বৈরাচারী প্রশাসনের চাপে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আমরা মনে করি, এই সিদ্ধান্ত দ্রুত সংশোধন করা প্রয়োজন।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, আগামি সিন্ডিকেট সভার আগে এ বিষয়ে মন্তব্য করতে তিনি অনিচ্ছুক।
এসআর
মন্তব্য করুন: