মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশ পেয়েছেন—এমন দাবি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া কয়েক শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ কঠোর অবস্থান জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু যৌথ বিবৃতিতে এ দাবি জানায়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১০ কার্যদিবসের মধ্যে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর শিক্ষার্থীসমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ছাত্রসংসদগুলোর দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে—এমন ব্যাখ্যা তারা বিবৃতিতে উল্লেখ করে। তারা এই রায়কে “ন্যায়বিচারের দিকে অগ্রগতি” হিসেবে অভিহিত করেছে বলে জানায়।
এদিকে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ ব্যানারে প্রকাশিত একটি বিবৃতিতে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় চার ছাত্রসংসদ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ছাত্রসংসদগুলোর অভিযোগ, ওই বিবৃতিতে ১,০০১ জন স্বাক্ষর করেছেন বলে দাবি করা হলেও প্রকাশিত তালিকায় ৬৫৯ জনের নাম পাওয়া গেছে। এছাড়া কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন—তাদের অজ্ঞাতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ছাত্রসংসদগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত করে প্রকৃত স্বাক্ষরকারীদের চিহ্নিত করার আহ্বান জানায়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকদের নেওয়া ক্লাস-পরীক্ষা বয়কট করতে এবং একাডেমিকভাবে তাদের বর্জনের কর্মসূচিতে অংশ নিতে।
এসআর
মন্তব্য করুন: