[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

সাত কলেজ একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সাত সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সেগুলোকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সময়মতো পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি—এ চারটি মূল লক্ষ্য সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়েল ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। এর ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ২৩ নভেম্বর ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউজিসির প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মতামত সংগ্রহ করা হয়েছে। এসব মতামত আইনগত ও বাস্তব দিক বিবেচনায় পর্যালোচনা করে খসড়ার পুনর্মূল্যায়ন ও পরিমার্জন প্রক্রিয়া চলছে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অধ্যাদেশ চূড়ান্তকরণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে তারা সচেতন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালুর আগ পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্ত্রণালয় এই উদ্যোগকে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের ন্যায্য স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ধারণা বা গুজবের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর