[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুবিতে মিষ্টি বিতরণ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ১২:২৬ পিএম

সংগৃহীত ছবি

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায় ঘোষিত হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষার্থীরা রায়ের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে প্রায় আট কেজি মিষ্টি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আইসিটি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, আদালতের এ রায় গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে বলে তারা বিশ্বাস করেন। ভবিষ্যতে কেউ স্বৈরাচারী আচরণ করলে এর পরিণতি কী হতে পারে, এ রায় সে বার্তাই দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফার্মেসি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাঈম ভুঁইয়া বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের একটি ধাপ দেখতে পেল। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও দাবি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, এ রায় ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের প্রক্রিয়া শেষ পর্যন্ত এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম স্বৈরাচারের বিরুদ্ধে সতর্ক থাকবে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর