ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী এ বছর
পেয়েছেন প্রভোস্ট অ্যাওয়ার্ড, আর ৩৮ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে হল ট্রাস্ট ফান্ডের বৃত্তি। ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফল প্রদর্শনের জন্য ৮ জন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের জন্য ৩ জন এবং সামাজিক ও সেবামূলক অবদানের স্বীকৃতি হিসেবে ২ জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি মোট ৩৮ শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ডের বৃত্তি প্রদান করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও বৃত্তির চেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন সহকারী আবাসিক শিক্ষক ড. মো. ইসমাইল হোসেন।
এসআর
মন্তব্য করুন: