নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক–কর্মচারীর সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।”
সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তিকরণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে শিক্ষক সংগঠনের নেতা, নন-এমপিও শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।
ড. আবরার বলেন, “শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি সংক্রান্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক–কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতে তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।
এসআর
মন্তব্য করুন: