[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক–কর্মচারীর সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি নিশ্চিত করতে একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।”

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তিকরণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে শিক্ষক সংগঠনের নেতা, নন-এমপিও শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান।

ড. আবরার বলেন, “শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি সংক্রান্ত উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক–কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতে তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।

  • শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া
  • বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান
  • গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি
  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসম্পাদক রাজেকুজ্জামান রতন
  • জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ
  • এবি পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক
  • বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সাল
    এছাড়া আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর