[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

কুবিতে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৬:৫৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইটি সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানভিত্তিক ‘স্টার্ট ইয়োর প্রবলেম সলভিং জার্নি উইথ ফাইট্রন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশ নেন এড-টেক প্ল্যাটফর্ম ‘ফাইট্রন’-এর ম্যানেজার ইমদাদুল হক, সিনিয়র সিএস ইনস্ট্রাক্টর মাহমুদ হোসাইন পিয়াস এবং প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

কর্মশালায় বক্তারা হাতে-কলমে প্রোগ্রামিংয়ের ভিত্তিমূল, সমস্যা সমাধানের কৌশল, ক্যারিয়ার গাইডলাইন এবং টেক–জার্নির প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

ফাইট্রনের ম্যানেজার ইমদাদুল হক বলেন, “প্রোগ্রামিং একবার ভালো লাগতে শুরু করলে এটি গেমিংয়ের মতোই আকর্ষণীয় হয়ে ওঠে।

মনোযোগী হয়ে শুরু করলেই ধারাবাহিকভাবে প্রোগ্রামিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং, প্রবলেম সলভিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা অর্জন করা সম্ভব। বিশ্ববিদ্যালয় জীবনের অন্যান্য ব্যস্ততার মধ্যেও প্রোগ্রামিং চর্চা সবারই করা উচিত।”

কুবি আইটি সোসাইটির সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাকিব বলেন, শিক্ষার্থীদের টেকনোলজির প্রতি উৎসাহিত করতে আমরা নিয়মিত বিভিন্ন আয়োজন করি।

এটি আইটি সোসাইটির ২০২৫–২৬ কমিটির প্রথম সেমিনার। ফাইট্রন আমাদের আইসিটি ও সিএসসি বিভাগের কোর সাবজেক্ট—কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান নিয়ে সেশন পরিচালনা করছে।

তিনি আরও বলেন, “ফাইট্রনের মাধ্যমে আমরা অভিজ্ঞ প্রশিক্ষক পিয়াস ভাইকে পেয়েছি, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত লাভজনক।

সামনে জাতীয় পর্যায়ের একটি হ্যাকাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আজকের সেমিনারের পর তিন মাসব্যাপী একটি কম্পিটিটিভ প্রোগ্রামিং বুট ক্যাম্প চালু করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর