নবম পে-স্কেল বাস্তবায়নে ‘প্রহসন’ এবং দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও প্রশাসন নবম পে-স্কেল বাস্তবায়নে গড়িমসি করছে। তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেল কার্যকর করার জোর দাবি জানান।
মানববন্ধনে গণিত বিভাগের কম্পিউটার অপারেটর এ. কে. এম. কামরুল হাসান বলেন,
“মাননীয় প্রধান উপদেষ্টা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে হলে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে হবে।
পেটে ভাত না থাকলে কেউই সৎ থাকতে পারে না। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন জরুরি।”
তিনি আরও বলেন,
“ডিসেম্বরের মধ্যে কার্যকরী পে-স্কেলের ঘোষণা ছিল। কিন্তু হঠাৎ অর্থ উপদেষ্টা জানালেন—এ মুহূর্তে পে-স্কেল দেওয়া সম্ভব নয়। তাহলে কেন পে কমিশন করা হলো? কেন শত কোটি টাকা ব্যয় করা হলো? কর্মচারীদের প্রতি এমন অবহেলা চলতে থাকলে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে।”
হাফেজ রাশেদুল ইসলাম বলেন,
“প্রতি পাঁচ বছর পর পে-স্কেল দেওয়ার কথা থাকলেও আমাদের ১০ বছরেও নতুন পে-স্কেল দেওয়া হয়নি।
অষ্টম পে-স্কেলে যে বৈষম্য করা হয়েছিল, তা দেশের অন্য কোথাও নেই। পূর্ববর্তী সরকারের সর্বজনীন পেনশন-নীতি আন্দোলনের কারণে ব্যর্থ হয়। এখনো আশায় আছি—বর্তমান সরকার বৈষম্য দূর করতে সক্ষম হবে।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. মাসুদ আলম বলেন,
“২০১৫ সালের পে-স্কেলে আমরা চরম বৈষম্যের শিকার হয়েছিলাম।
কর্মচারীরা তখন থেকেই প্রতিবাদ করছেন। আন্দোলনের চাপে সরকার নতুন পে কমিশন গঠন করেছিল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনকে মতামতের জন্য ডাকাও হয়েছিল। আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম—১৫ ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই। কিন্তু সরকার নানা অজুহাতে আমাদের সঙ্গে প্রতারণা করছে।”
তিনি আরও বলেন,
“নবম পে-স্কেল আমাদের প্রাণের দাবি। আপনারাই কমিশন করেছেন, আপনারাই স্বপ্ন দেখিয়েছেন—এখন বাস্তবায়নও আপনাদেরই করতে হবে।
উল্লেখ্য, গত জুলাইয়ে গঠিত নতুন পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
সে অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে অর্থ উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন—এখন নতুন পে-স্কেল দেওয়া সম্ভব নয়; এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচিত সরকার।
এসআর
মন্তব্য করুন: