[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ–সিটি কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি, ধাওয়া–পাল্টাধাওয়া ও যানবাহন ভাঙচুরসহ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।

এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতে তিন কলেজই এবার ‘শান্তিচুক্তি’তে বসেছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে তিন কলেজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই শান্তিচুক্তি সম্পাদিত হয়। উদ্যোগটি গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট থানা।

এর আগে গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে আলাদা একটি শান্তিচুক্তি সম্পন্ন হয়। সেদিন ঢাকা কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দুই কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যের বার্তা দেন।

চুক্তির মাধ্যমে অতীতের ভুল বোঝাবুঝি ও সংঘর্ষ ভুলে গিয়ে সহযোগিতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। তাঁরা ঘোষণা দেন যে ভবিষ্যতে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিবাদে জড়াবেন না।

ঢাকা কলেজের শিক্ষার্থী ইস্রাফিল মহিমা বলেন,
“বিগত কয়েক বছর ধরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা আমরা আর দেখতে চাই না। আমাদের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের।”

আইডিয়াল কলেজের শিক্ষার্থী তৌফিক বলেন,
“আজ আমরা ভুল ধারণা দূর করতে একত্র হয়েছি। ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু সেটি কখনোই শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়।”

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন,
“সাম্প্রতিক সংঘর্ষ শিক্ষাজীবন ও সাধারণ মানুষের জীবনে বিঘ্ন ঘটাচ্ছিল। তাই এই চুক্তি অত্যন্ত জরুরি ছিল। আমরা চাই বন্ধুত্ব ও শিক্ষাবিনিময়ের সম্পর্ক আরও জোরদার হোক।”

আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হক বলেন,
“দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল। আজ থেকে এই সম্পর্ক আরও মজবুত হোক।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর