বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০৮ নম্বর কক্ষে এ আয়োজন হয়।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক ইমরান হোসেন, সাবেক সভাপতি সানজিদা ইয়াসমিন লিজাসহ পুরোনো ও নতুন কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিদায়ী কমিটির সদস্য ও লেখকদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে নতুন কমিটির সদস্যদের শপথ পাঠ করানো হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন বলেন, “বর্তমান বিশ্ব জ্ঞান ও বিজ্ঞানের। আমরা যদি দেশকে নেতৃত্ব দিতে চাই, তবে জ্ঞান–বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে। লেখকরা জ্ঞান উৎপাদন করেন, শিক্ষকরা জ্ঞান চর্চা করেন—তাই ভালো লেখক হতে হলে পাঠে মনোযোগী হওয়া জরুরি।”
ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন হোসেন বলেন, “ভাষা সঠিকভাবে ব্যবহার না করলে ভালো লেখা তৈরি হয় না। বানান ও বাক্যগঠনে যত্নবান হতে হবে। পাশাপাশি বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনের কাজকে আরও সমৃদ্ধ করতে হবে।”
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। শুরুতে ভুল হয়—কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনকে পরিণত হতে হয় এবং দায়িত্বশীল হতে হয়।”
বিদায়ী সভাপতি মোহাম্মদ রাজিব বলেন, “সংগঠনটি আকারে ছোট হলেও আমরা একে বড় করতে কাজ করেছি। শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছেন। যারা দায়িত্ব পেয়েছেন, তারা নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন বলে আশা করি। লেখক সংগঠন হিসেবে সবার সক্রিয় অংশগ্রহণই আমাদের শক্তি।”
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসআর
মন্তব্য করুন: