[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১২:০৭ এএম

আমিনা কবির শ্রেষ্ঠা ও নাজমুস সাকিব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাস–কণ্ঠচর্চা কেন্দ্র-এর অষ্টম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৬ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনা কবির শ্রেষ্ঠা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রুবাইয়াত তাজবীন ও সাধারণ সম্পাদক কিফায়ত উল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইমা আক্তারমো. তাহমিদ শান্ত। যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবা হালিমকানিজ ফাতেমা রিমি, সাংগঠনিক সম্পাদক নিলয় সরকারজান্নাতুল ফেরদৌস মৌনতা, অর্থ সম্পাদক সাদিয়া নওশীন ঐশী
দপ্তর সম্পাদক ফারহা খানম, যোগাযোগ সম্পাদক ফরহাদ কাউছার, প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ শান্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেল আহাম্মেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাকিয়া সুলতানা, পাঠচক্র সম্পাদক পূর্ণী আক্তার, এবং আপ্যায়ন ও অনুষ্ঠান সম্পাদক দিয়া আফরোজ

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, “অনুপ্রাসের কণ্ঠচর্চার মাধ্যমে ক্যাম্পাসে সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটবে। শিক্ষার্থীদের কণ্ঠের উৎকর্ষ সাধন তাদের করে তুলবে আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ও দক্ষ ব্যক্তিত্বে। শিক্ষকদের প্রেরণা ও অগ্রজদের সহযোগিতায় আমরা আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারব।”

নতুন সভাপতি আমিনা কবির শ্রেষ্ঠা বলেন, “অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র শুধু আবৃত্তিই নয়—উপস্থাপনা, শুদ্ধ উচ্চারণ, শব্দচয়ন এবং সুন্দরভাবে কথা বলার চর্চায়ও সহায়তা করে। আমি যেমন সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, তেমনি নতুন সদস্যদের পাশে থেকে সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই।”

উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর