চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল আগামী ১৬ নভেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) গিয়ে ফল জানতে পারবেন। এছাড়া আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।
এর আগে পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ১৭ অক্টোবর এবং শেষ হয় ২৩ অক্টোবর। এ বছর শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়।
আগের মতো এসএমএসের মাধ্যমে বা সরাসরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা অন্য কোনো অফিসে আবেদন করার সুযোগ রাখা হয়নি।
বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণে উত্তরপত্র পুনর্মূল্যায়ন না করে মূলত সংযোজন বা নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কিনা তা যাচাই করা হয়। ফলে ফলাফল পরিবর্তন হলে সংশোধিত সনদ পরে বোর্ড থেকে প্রদান করা হয়।
এসআর
মন্তব্য করুন: