৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিষয়ের সর্বোচ্চ স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ।
তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স ও ২০২৩ সালের স্নাতকোত্তর ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর এই অর্জনে কুবি পরিবারে আনন্দ ও গর্বের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, অলি উল্লাহ ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
নিয়মিত অধ্যয়ন ও দৃঢ় মনোযোগের মাধ্যমে তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগে প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ২০২৪ সালের শুরুতে তিনি কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
অর্জনের অনুভূতি জানাতে গিয়ে অলি উল্লাহ বলেন,
“আলহামদুলিল্লাহ! আমার পরিশ্রম সফল হয়েছে। বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
বিসিএস প্রস্তুতি বিষয়ে তিনি বলেন,
“সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। বিশাল সিলেবাস ও অসংখ্য প্রতিযোগীর মধ্যে টিকে থাকতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শর্টকাট সাজেশনের ওপর নির্ভর না করে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—প্রতিটি ধাপে মনোযোগ দেওয়া জরুরি।”
তিনি আরও বলেন,
বাবা-মায়ের মুখটা মনে রেখে আল্লাহর নাম নিয়ে এই দীর্ঘমেয়াদি প্রতিযোগিতার পথে হাঁটতে হবে। অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি।
অলি উল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কাছে দোয়া চেয়ে বলেন,
“আমি যেন আমার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে পারি—এই দোয়া চাই।
এসআর
মন্তব্য করুন: