কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫–২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাৎ তানভীর রাফি।
রবিবার (১০ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুর রহমান, কামরুজ্জামান, রিফাত হোসেন, পপি আক্তার, রিমন মাহমুদ ও খাদিজা আক্তার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদ সাকিব, আনিকা তাবাসসুম সাদিয়া, ইমরান হোসাইন, রাহাত ভুঁইয়া ও মাহমুদ জুবায়ের।
সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন এনায়েত হোসেন, আদনান মুরাদ, তাইয়্যেব ত্বোহা, খাইরুন নাহার কুমকুম, শাহাদাৎ হোসাইন জামিম, নাজমুস সাকিব, শাহরিন সুলতানা শিপা, আফসার আহমেদ বিশাল, ইফতাল মাহমুদ শাওন, মাহমুদা আক্তার আবরার, মো. সাঈদ আহমেদ রিফাত, জান্নাতুল ফেরদৌস রিমি ও আব্দুল্লাহ মহিন।
অর্থ সম্পাদক হয়েছেন খালেদ হোসেন মায়াজ, সহ-অর্থ সম্পাদক মিনহাজুল হক।
ছাত্রকল্যাণ সম্পাদক সাবের হোসেন সৌরভ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জীবন, উপ-দপ্তর সম্পাদক তামান্না খানম, প্রচার সম্পাদক ইমতিয়াজ ইভান, উপ-প্রচার সম্পাদক সাদিয়া রহমান মলি।
ক্রীড়া সম্পাদক সাখাওয়াত অরন্য, উপ-ক্রীড়া সম্পাদক মিনহাজ হায়দার চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইসরাত জাহান ইশা এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক অর্নব সূত্রধর।
ছাত্রী সম্পাদক হিসেবে আছেন কাজী সামিয়া আক্তার, রামিশা জান্নাত, সাদিয়া আফরিন, সাদিয়া আক্তার ও জান্নাতুল নাঈম জেলি।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদিজাতুল তাহিরা, ওমর ফাহাদ, পারভেজ মাহমুদ, নাদিম হোসেন চৌধুরী, তানভীর সুলতানা আনিশা ও ইমতিয়াজ অয়ন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাৎ তানভীর রাফি বলেন,
“চৌদ্দগ্রামের সাধারণ শিক্ষার্থীদের কুবিতে পড়ার আগ্রহ বাড়াতে কাজ করব। পাশাপাশি চৌদ্দগ্রাম থেকে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।”
সভাপতি তানভীর হোসাইন বলেন,
“চৌদ্দগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, তাদের বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত করা এবং সাবেক শিক্ষার্থীদের পেশাগত অভিজ্ঞতা থেকে নবীনদের অনুপ্রাণিত করার চেষ্টা করব।”
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১৩তম আবর্তনের চৌদ্দগ্রামের সকল শিক্ষার্থীকে আজীবন সদস্য ঘোষণা করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: