জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রতিটি কোর্সের মোট নম্বরের ৮০ শতাংশ থাকবে ফাইনাল পরীক্ষায়, আর ২০ শতাংশ থাকবে ধারাবাহিক মূল্যায়নে।
রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পরিবর্তিত পদ্ধতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
প্রশ্নপত্রের নতুন কাঠামো
৪ ক্রেডিট কোর্স: ১২টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৮০, সময় ৪ ঘণ্টা।
৩ ক্রেডিট কোর্স: ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৬০, সময় ৩ ঘণ্টা।
২ ক্রেডিট কোর্স: ৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর দিতে হবে, মোট নম্বর ৪০, সময় ২ ঘণ্টা।
প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপপ্রশ্ন (ক, খ, গ বা a, b, c) থাকতে পারবে।
ধারাবাহিক মূল্যায়নের বণ্টন
৪ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৫, ক্লাস উপস্থিতি ৫, ইন-কোর্স পরীক্ষা (দুটি ইন-কোর্সের গড়) ১০ = মোট ২০ নম্বর।
৩ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৪, ক্লাস উপস্থিতি ৩, ইন-কোর্স ৮ = মোট ১৫ নম্বর।
২ ক্রেডিট কোর্স: অ্যাসাইনমেন্ট ও কুইজ ৩, ক্লাস উপস্থিতি ২, ইন-কোর্স ৫ = মোট ১০ নম্বর।
ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: