[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ২:০০ পিএম

রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় অবস্থিত ঢাকা কলেজ ও

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটাতে ‘শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে দুই কলেজের শিক্ষার্থীরা একত্রিত হন। তবে এবার তাদের হাতে ছিল গোলাপফুল, মুখে বন্ধুত্বের স্লোগান— ‘ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’।

নিউমার্কেট থানার উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতিশ্রুতি দেন যে ভবিষ্যতে তারা কোনো ধরনের সংঘর্ষ বা উত্তেজনায় জড়াবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন এবং নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক। দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থীও এতে অংশ নেন।

ওসি মাহফুজুল হক জানান, পুলিশের পক্ষ থেকে তিনটি কলেজকেই এই শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সিটি কলেজের কেউ অংশ নেননি। তিনি আশা প্রকাশ করেন, অন্তত এই দুই কলেজের মধ্যে আর কোনো সংঘর্ষ ঘটবে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর