[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

রাজনীতি নিষিদ্ধ কুবি ক্যাম্পাসে ছাত্রদলের পোস্টারিং ও কর্মসূচি, শিক্ষার্থীদের ক্ষোভ

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১০:১৭ পিএম

সংগৃহীত ছবি

রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষেধাজ্ঞা অমান্য করে পোস্টারিং ও দলীয় কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দেয়াল এবং বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের দরজায় দলীয় পোস্টার সাঁটানো হয়।

ঘটনাটি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কোনো সংগঠনের প্রকাশ্যে সভা করা শুধু বিশ্ববিদ্যালয়ের নীতিমালার পরিপন্থি নয়, বরং এর নিরপেক্ষ পরিবেশের ওপর আঘাত। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’

আইন বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রায়হান বলেন, ‘ছাত্রদলের এ কর্মসূচি প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে। রাজনৈতিক আধিপত্য বিস্তারের এমন চেষ্টা শিক্ষাঙ্গণে নেতিবাচক প্রভাব ফেলবে।’

তবে বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের এক আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘কারা পোস্টার লাগিয়েছে জানি না। আমার ধারণা, ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ ষড়যন্ত্র করেছে।’

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধুমাত্র ছাত্রদলের নয়, সবার। আমরা প্রশাসনের অনুমতি ছাড়াই মুক্তমঞ্চে অনুষ্ঠান করেছি, কারণ এটি সবার মতপ্রকাশের স্থান। বিজয়-২৪ হলে পোস্টার লাগানোর বিষয়ে আমাদের কোনো নির্দেশনা ছিল না।’

ছাত্রদল আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই দিবস পালনে কোনো অসঙ্গতি নেই। হলে পোস্টার লাগানোর বিষয়ে আমি অবগত নই।’

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রশাসনের অনুমতি ছাড়া কেউ প্রোগ্রাম করেছে—এটি নিয়মবহির্ভূত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। পাশাপাশি গত ১৪ সেপ্টেম্বর প্রক্টরিয়াল বডির এক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর