[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৭:৩২ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নতুন করে

আরও ১০ হাজারের বেশি জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর—এই ছয় বিভাগের প্রার্থীদের জন্য ১০ হাজার ২১৯টি পদে আবেদন আহ্বান করা হয়েছে।

আজ শনিবার (৮ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে:
 http://dpe.teletalk.com.bd
ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।

নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা পাবেন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেড অনুযায়ী বেতন।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ২.২৫ এবং ৫ স্কেলে সিজিপিএ ২.৮০ থাকা আবশ্যক।
তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর