[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

এইচএসসির ফল প্রকাশের তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:০১ পিএম

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের ১৫ থেকে ১৯ তারিখের মধ্যে প্রকাশ হবে।

অনুমোদন পেলেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। সোমবার আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির একাধিক সদস্য দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখনো সিদ্ধান্ত আসেনি। আমরা প্রস্তুতি নিচ্ছি।

মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছে এসএসসির সাবজেক্ট ম্যাপিং ও যেগুলোর পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে ফল তৈরির, সেগুলো নিয়ে কাজ করছি।

মন্ত্রণালয় থেকে ফল প্রকাশের সময় আসবে, অক্টোবরের মাঝামাঝি। হতে পারে সেটা ১৫,১৬,১৭ এই ধরনের একটা তারিখ আসবে। তারিখ আসলে পরবর্তীতে জানানো হবে।

এর আগে ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অসম্পূর্ণ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠিত বিষয়গুলো পূর্ণমানে এবং বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেয়া হয় সেই চিঠিতে।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন।

প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর