[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

বুড়িগঙ্গায় জবির ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ২:৪৮ এএম

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, নৌকায় থাকা শিক্ষার্থীরা সবাই নিরাপদে রয়েছেন। তিনি বলেন, “নৌকায় ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী ছিলেন। লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নদীতে লাফ দেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এবং নৌপুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।”

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী শুক্রবার রাতে ঘুরতে বের হন। লালকুঠি ঘাটের কাছে একটি লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব বলেন, “সৌভাগ্যবশত সবাইকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সবাই সুস্থ ও নিরাপদে আছেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের তৎপরতায় শিক্ষার্থীদের আগেই উদ্ধার করা হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর