মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
তিনি গত ১৬ বছর ধরে কখনো ভোলা কখনো রংপুর ও দিনাজপুরের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ছিলেন।
২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিনি সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুলক মিলনের সহকারি একান্ত সচিব ছিলেন।
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দিনাজপুর সরকারি কলেজে ইমসিটু ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর করেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
একই প্রজ্ঞাপনে মাউশির মাধ্যমিকের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলীকে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে বদলি করা হয়।
এসআর
মন্তব্য করুন: