[email protected] মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জুলাইয়ে হামলায় জড়িত ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের ৪০৩ নেতা শনাক্ত

শনাক্তকৃত সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে প্রশাসন।

তাদের আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছিল।

কমিটি তাদের প্রতিবেদনে ১২৮ জন শিক্ষার্থীকে সরাসরি অভিযুক্ত করে। পরবর্তীতে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সাম্প্রতিক অনুসন্ধানের মাধ্যমে আরও ২৭৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে। প্রশাসন জানিয়েছে, কারণ দর্শানোর জবাব পর্যালোচনার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর