[email protected] বুধবার, ৫ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২

কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনে মতবিনিময় ও সদস্য ফরম বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৫:৫১ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কর্মীদের মধ্যে সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপাচার্যের বাসভবনের বিপরীত পাশে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির নেতারা।

মতবিনিময় সভায় কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ দপ্তর সম্পাদক মো. নাজমুচ্ছাকিব।

সভা শেষে উপস্থিত কর্মীদের মধ্যে ১০ টাকা মূল্যে সদস্য ফরম বিতরণ করা হয়। পরে যে কেউ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ঊর্মি আক্তার বর্ষা বলেন, ‘ক্ষমতার বাইরে থেকেও বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে। ছাত্রদলের মাধ্যমে কুবির শিক্ষার্থীদের জন্য কাজ করাই আমার লক্ষ্য।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান রিয়াদ বলেন, ‘৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে নতুন ধারা শুরু হয়েছে। আগে রাজনৈতিক কর্মকাণ্ডে নানা বাধা ছিল, এখন সুযোগ তৈরি হওয়ায় আমি ছাত্রদলের সদস্য ফরম নিয়েছি।’

প্রধান অতিথির বক্তব্যে শরীফ প্রধান শুভ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির সংগঠন। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত শুনতে এসেছি, আবারও আসব। তাদের চাওয়া অনুযায়ীই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।’

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর