আন্দোলনের মুখে শর্তসাপেক্ষে দেশের ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।
তিনি জানান, আবেদন করা মাদরাসাগুলোর ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রধান উপদেষ্টা শর্তসাপেক্ষে এসব মাদরাসা এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন। চলতি বছরের এমপিও নীতিমালার শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দেড় হাজারের বেশি অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসা থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল গত ৮ থেকে ১৫ জুলাই। বর্তমানে দেশে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেখানে প্রধান শিক্ষক প্রতি মাসে ৫ হাজার ও সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা করে অনুদান পান। এছাড়া আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা কোনো সরকারি অনুদান ছাড়াই পরিচালিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। চলতি বছরের শুরুতে পুলিশি বাধা ও জলকামান ব্যবহারের ঘটনায় দেশজুড়ে আলোচনার পর ২৮ জানুয়ারি সরকার পর্যায়ক্রমে এমপিওভুক্ত ও জাতীয়করণের ঘোষণা দেয়।
এর পর ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করে। এতে ছয়টি পদ এমপিওভুক্ত করার বিধান রাখা হয়। নীতিমালা অনুযায়ী—
নীতিমালা অনুসারে, শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ বাধ্যতামূলক। ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক ও অফিস সহায়ক পদে নিয়োগ দেবে। এছাড়া মাদরাসাগুলোর একাডেমিক মান, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা ও পরিবেশের ওপর ভিত্তি করে গ্রেডিং পদ্ধতিও নির্ধারণ করা হয়েছে।
এমপিও প্রক্রিয়া তদারকিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যাচাই শেষে মাদরাসাগুলোকে এমপিও কোড প্রদান করা হবে।
এদিকে, সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে সোমবার বিক্ষোভ-মিছিলের ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা।
তবে সরকারের সিদ্ধান্তের পর তারা কর্মসূচি স্থগিত করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন,
“প্রধান উপদেষ্টা মহোদয় ১ হাজার ৮৯টি মাদরাসা এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন—এ তথ্য আমরা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জেনেছি। তাঁদের অনুরোধে আজকের কর্মসূচি স্থগিত করেছি। তবে আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।
এসআর
মন্তব্য করুন: