[email protected] সোমবার, ৩ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫ ১২:০৪ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামত গ্রহণ ও নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

রবিবার (২ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত তিন সদস্যের কমিটিতে রয়েছেন—কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহদপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং মো. নাজমুচ্ছাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীর বাংলাদেশ বিষয়ে শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষাঙ্গণে প্রত্যাশিত ছাত্ররাজনীতি, শিক্ষা পরিবেশ, আবাসন ও খাবারের মানোন্নয়ন, কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের মতামত সংগ্রহের লক্ষ্যে এ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই পরবর্তী কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ বলেন,

“আগামী ৪ নভেম্বর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। সেদিন নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তারা কেমন পরিবেশ ও নেতৃত্ব প্রত্যাশা করে, সেটিই সর্বোচ্চ বিবেচনায় রেখে নতুন কমিটি গঠন করা হবে।”

প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ জুন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

চার বছরেরও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত ওই আহ্বায়ক কমিটিই শাখাটির কার্যক্রম পরিচালনা করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর