 
                                                                        জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
মাদকাসক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া আচরণবিধিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রত্যেক প্রার্থীর মাদকাসক্তির বিষয়টি পরীক্ষা করবে কমিশন। টেস্টে অনুপস্থিত থাকলেও প্রার্থীতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
আচরণবিধিতে আরও বলা হয়েছে—
প্রচারণা সংক্রান্ত বিধানে বলা হয়েছে—
প্রচারসামগ্রী বিষয়ে বলা হয়েছে—
এছাড়া নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা, কিংবা খাবার-উপঢৌকন বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
ভোটের ২৪ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা শেষ করতে হবে।
কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না; তবে কমিশনের অনুমতিতে হ্যান্ডমাইক ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, এর আগে জকসু নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান প্রধান নির্বাচন কমিশনার এবং আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসআর
মন্তব্য করুন: