 
                                                                        জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আসছে বড় সুখবর।
শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনায় পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি দলও আলোচনায় অংশ নেয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষার ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রাথমিক অনুমোদন পেয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১৫ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।
সূত্র জানায়, ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও নীতিনির্ধারকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। তবে যেহেতু অনেক শিক্ষার্থী চলমান পরীক্ষার জন্য ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই নতুন সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হচ্ছে না।
এটি কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাশ কোর্স দ্বিতীয় বর্ষ এবং এর পরবর্তী সকল পরীক্ষায়।
এসআর
মন্তব্য করুন: