প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ ও চলমান মানবিক সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান “ভয়েসেস ফর প্যালেস্টাইন: এ সলিডারিটি ইভেন্ট” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত মহামান্য ইউসুফ এস. ওয়াই. রামাদান। সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির এবং ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ার খতিব মুফতি সাইফুল ইসলাম।
বক্তারা প্যালেস্টাইনের ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবিক মূল্যবোধের চর্চা এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত শিক্ষা ও সভ্যতার প্রতিফলন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা আলোচনা, প্রদর্শনী ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। প্রধান অতিথি এমন মানবিক উদ্যোগের জন্য বিইউএফটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন আন্তর্জাতিক সহমর্মিতা ও মানবতার বার্তা বহন করে।”
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয়, সামাজিকভাবে সচেতন ও বৈশ্বিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিফলন।”
দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্যালেস্টাইন বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, আর্ট এক্সিবিশন এবং ফটো গ্যালারি ওয়াকের মাধ্যমে। পুরো আয়োজনটি মানবতা, সহমর্মিতা ও বৈশ্বিক ঐক্যের এক শক্তিশালী বার্তা তুলে ধরে।
এসআর
মন্তব্য করুন: