 
                                                                        বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড নতুনভাবে নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমানভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে। এজন্য ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’-এর ‘পরিশিষ্ট-ঘ’ সংশোধন করে নতুন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী,
মাউশি জানিয়েছে, এই সংশোধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষাগত মান ও পেশাগত যোগ্যতা আরও সুসংহত হবে।
এসআর
মন্তব্য করুন: