[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন


প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:২৪ পিএম

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলা, হুমকি, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে এসব তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকি বা উসকানির ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদের অনুরোধ করা যাচ্ছে।”

এর আগে, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম। সদস্য হিসেবে আছেন আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মু. আলী মুর্শেদ কাজেম এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা এ পর্যন্ত চারটি বৈঠক করেছি এবং কাজ অনেকটা এগিয়েছে। তবে সবাই মুখে জানালেও লিখিতভাবে অভিযোগ দিচ্ছে না। এজন্য এখন আনুষ্ঠানিকভাবে লিখিত তথ্য চাওয়া হয়েছে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “কমিটি গঠনের পরও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে তদন্ত এগোনো সম্ভব নয়। তাই এখন আনুষ্ঠানিকভাবে তথ্য আহ্বান করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর