কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ ঘটে। খেলার দ্বিতীয়ার্ধে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়েত মাঠে প্রবেশ করে প্রত্নতত্ত্ব বিভাগের গোলরক্ষক হাসমত আলীকে মারধর করেন। পরবর্তীতে উভয় বিভাগের একাধিক খেলোয়াড় এতে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড় বরকত (২০২৪-২৫) ও গোলরক্ষক হাসমত (২০২৩-২৪) আহত হন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখান থেকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিঠিতে প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়েছে—
১️⃣ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট থেকে মার্কেটিং বিভাগকে পাঁচ বছরের জন্য বহিষ্কার করা,
২️⃣ সংঘর্ষে জড়িত শাফায়েত, মুজিব, শাফিন, ইসনাত, হৃদয়, মাহবুব, সাব্বির ও সৌরভের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।
প্রত্নতত্ত্ব দলের অধিনায়ক শাহীনুল ইসলাম গালিব বলেন, “খেলার আগে ক্রীড়া কমিটি জানিয়েছিল, কোনো দল বিশৃঙ্খলা করলে তাদের বহিষ্কার করা হবে। আমাদের খেলোয়াড়েরা মার খেয়েও প্রতিশোধ নেয়নি। আমরা ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “চিঠিটি আমরা পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনে পাঠানো হবে। প্রশাসন তদন্ত কমিটি গঠন করে শৃঙ্খলা বোর্ডে আলোচনা করবে। তদন্তে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: