[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ৫:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৩৪ শতাংশ

রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২১ জন।

চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ১৬ হাজার ৭৮৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৪৬৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন পুরুষ এবং ৪ হাজার ৮২৩ জন নারী। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (result.bou.ac.bd) পাওয়া যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর