[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

রাবির দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১০:৫৬ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ সমাবর্তন অনুষ্ঠান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠেই আয়োজন করা হবে। নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না।”

প্রধান অতিথি হিসেবে কে থাকবেন—এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “এখনও প্রধান অতিথি চূড়ান্ত করা হয়নি। সমাবর্তনের অতিথি ও কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে নিবন্ধিত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কর্মদিবসে সমাবর্তন না করার সিদ্ধান্ত নেওয়ায় পরবর্তীতে তা স্থগিত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর