[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ৫:৪১ পিএম

সংগৃহীত ছবি

গাউছিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে কুতুব-ই-রাব্বানি, গাউসুল আজম, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রহ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিরনি বিতরণ এবং ‘শানে মোস্তফা’ হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে গাউছিয়া কমিটি কুবি শাখার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হামদ ও নাত প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ীকে বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া মাদ্রাসার অধ্যাপক মুফতি ইব্রাহিম আল কাদ্বেরী।

প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাকসুদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরন মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জাবের হোসাইন, কুমিল্লা তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা কাজী কায়কোবাদ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা বলেন, আব্দুল কাদের জিলানী (রহ.)-এর আদর্শ ও নৈতিকতা আজও মানবকল্যাণে অনুপ্রেরণার উৎস। তাঁর জীবন ও শিক্ষা আত্মশুদ্ধি, মানবপ্রেম ও সমাজসেবার বার্তা দেয়। তরুণ প্রজন্মের উচিত তাঁর আদর্শ অনুসরণ করে শান্তি ও সহনশীলতার সমাজ গড়ে তোলা।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মাকসুদুল করিম বলেন, “গাউছিয়া কমিটি একটি অরাজনৈতিক সংগঠন, যার লক্ষ্য মানবসেবা ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ফাতেহা-ই-ইয়াজদাহম কোনো সাধারণ ব্যক্তির মৃত্যুবার্ষিকী নয়, বরং এটি এক মহান সাধকের বিদায়ের স্মরণ।”

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে জাতির কল্যাণ ও বিশ্ব শান্তি কামনা করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর