[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

বিইউএফটিতে “জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে “জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জাপানে বৈশ্বিক ক্যারিয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশে নিজেদের প্রস্তুত করতে উৎসাহিত করা।

সেমিনারে প্রখ্যাত আন্তর্জাতিক মানবসম্পদ পরামর্শক ড. তাদাশি ওতাকে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জাপানের কর্মসংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য পেশাগত উন্নয়নের কৌশল বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি, বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে বিদেশে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, জাপানের রিসার্চ ইনস্টিটিউট অব ইনোভেটিভ টেকনোলজি ফর দ্য আর্থের অ্যাসোসিয়েট চিফ রিসার্চার ড. ফিরোজ আলম চৌধুরী এবং আইএমএএস কোম্পানি লিমিটেডের পরিচালক কিয়োশি শিরাকো।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর