[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৬ কার্তিক ১৪৩২

আমরণ অনশনে ৬ শিক্ষক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫ ১০:৫৯ এএম

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে থাকা এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থদের মধ্যে আছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক-কর্মচারীরা।

এর আগে সোমবার (২০ অক্টোবর) এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজীজি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিস্থিতি তৈরি হবে, তা বাংলাদেশ আগে কখনও দেখেনি। সবাইকে ঢাকায় এনে যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে শিক্ষক-কর্মচারীরা ১২ অক্টোবর থেকে আন্দোলন শুরু করেছেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর