দেশজুড়ে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ড ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রতিষ্ঠান ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্ষ ত্যাগের আগে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা ও বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) মাউশি থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়। নির্দেশনাটি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
“সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত ঘটনার সংখ্যা বেড়েছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
এতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস বা শ্রেণিকক্ষ ত্যাগের আগে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে—
মাউশি জানায়, নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডসহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে মে আসবে।
এসআর
মন্তব্য করুন: