[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার থেকে আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

বেতন কাঠামোয় ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

সোমবার (২০ অক্টোবর) থেকে তারা আমরণ অনশন শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্ট মাজার মোড়ে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী।

এর আগে বিকেল ৩টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে “ভুখা মিছিল” শুরু করেন শিক্ষকরা, যা শেষে হাইকোর্ট মাজার মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। তারা বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।

অন্যদিকে, আন্দোলনের প্রেক্ষিতে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়, যা নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার সাংবাদিকদের বলেন,

“আমরা মনে করি, শিক্ষক সমাজ আরও বেশি প্রাপ্য। তবে বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। অর্থ মন্ত্রণালয় যে ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা অনুমোদন দিয়েছে, তা বাস্তবায়ন একটি ইতিবাচক পদক্ষেপ। তাই আমি আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

তবে আন্দোলনকারী শিক্ষকরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশনসহ সব কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দেলাওয়ার হোসাইন আজিজী বলেন,

“৫ শতাংশ নয়, আমরা চাই ২০ শতাংশ বাড়ি ভাড়া, শিক্ষা জাতীয়করণ ও চিকিৎসা ভাতা বৃদ্ধির নিশ্চয়তা। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব—প্রয়োজনে জীবন দিয়েও।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর